জাহাঙ্গিরকে
লেখা কবিতা
(১) সন্ধ্যে হয়ে আসাটা বলা যাক লিরিক্যাল এই যেন, কেউ একটু ঝাঁট দিয়ে দিল চায়ের কাপ ধুয়ে রাখছে মা - সন্ধ্যে হচ্ছে অর্থাৎ আলো চলে যাওয়া ও চলে আসার একটা নুমায়িশ তার মধ্যে থাকা একটু ধুন, ধুনো , অভ্রকুচি আর তুমি গ্রীনল্যান্ড গেলে এটা মিস করবে অর্থাৎ হয়ত সন্ধ্যা নয় ধুন নয় ধুনো নয় এখানে কোনো উৎসেচক জেরুজালেমের মত কাজ করে একলা
মানুষ বুঝতে পারে তার মাথা ও ফিলামেন্ট চোখ ও চশমা পা ও হাওয়াই চটির মধ্যে দু’ একটি প্রো ও মেটাফেজ অনবরত পায়চারি করে যাচ্ছে
অর্থাৎ জাহাঙ্গির, চায়ের কাপ ধুয়ে রাখছে মা এ দৃশ্যে যতটুকু ক্লান্তি তা সেল দিয়ে তৈরী...
(১) সন্ধ্যে হয়ে আসাটা বলা যাক লিরিক্যাল এই যেন, কেউ একটু ঝাঁট দিয়ে দিল চায়ের কাপ ধুয়ে রাখছে মা - সন্ধ্যে হচ্ছে অর্থাৎ আলো চলে যাওয়া ও চলে আসার একটা নুমায়িশ তার মধ্যে থাকা একটু ধুন, ধুনো , অভ্রকুচি আর তুমি গ্রীনল্যান্ড গেলে এটা মিস করবে অর্থাৎ হয়ত সন্ধ্যা নয় ধুন নয় ধুনো নয় এখানে কোনো উৎসেচক জেরুজালেমের মত কাজ করে একলা
মানুষ বুঝতে পারে তার মাথা ও ফিলামেন্ট চোখ ও চশমা পা ও হাওয়াই চটির মধ্যে দু’ একটি প্রো ও মেটাফেজ অনবরত পায়চারি করে যাচ্ছে
অর্থাৎ জাহাঙ্গির, চায়ের কাপ ধুয়ে রাখছে মা এ দৃশ্যে যতটুকু ক্লান্তি তা সেল দিয়ে তৈরী...