লটকন যেভাবে
ফল হয়ে ওঠে
নিউ মার্কেটের সামনাসামনি দাঁড়িয়ে আছি আপনাআপনি দেখি ফল হয়ে উঠছে লটকন
ছাতা মাথায় মেয়েটিও একলা ফোনে বলছে 'তো কী দ্যাখলা' হাতে ধরা ফোতা হওয়া পপকর্ন
অন্যজনের বেশর ঝুলছে নাকে ভ্রুর ভঙ্গিতে কারে যেন ডাকে আমায় ডাকছে থোকা লটকন
মানুষ ফল হয়ে ওঠে বাজারে চিনতে পারে কে আর কারে? কোথায় ফলেছিলে হে লটকন?
নিউ মার্কেটের সামনাসামনি দাঁড়িয়ে আছি আপনাআপনি দেখি ফল হয়ে উঠছে লটকন
ছাতা মাথায় মেয়েটিও একলা ফোনে বলছে 'তো কী দ্যাখলা' হাতে ধরা ফোতা হওয়া পপকর্ন
অন্যজনের বেশর ঝুলছে নাকে ভ্রুর ভঙ্গিতে কারে যেন ডাকে আমায় ডাকছে থোকা লটকন
মানুষ ফল হয়ে ওঠে বাজারে চিনতে পারে কে আর কারে? কোথায় ফলেছিলে হে লটকন?