Friday, January 13, 2017

আমরা একটা সিনেমা বানাবো (ভাগ দুই) : হিয়া মুখার্জী

আমরা একটা সিনেমা বানাবো
ঝিমোনো ভয়ের গল্প।
হিলস্টেশনের ক্রেশ।
কামিন বস্তির বাচ্চারা
তাদের ঘুমের মধ্যে
টুপটাপ
খসে খসে পড়ছে
ম্যাগনোলিয়ার মত।
শোনা যায়
এইসব রাতে
চৌখুপি ছাদ থেকে
গন্ধে গন্ধে
খুব সহজেই
ভূত নেমে আসে।
মোমবাতির শিখা কি
দু একবার
কেঁপে উঠলো হাওয়ায়?
রিসর্টের ঘরে
মুখোমুখি দুইজন শুধু
কোনো কথা না বলে
পুরোনো অস্বস্তি থেকে
নতুন অস্বস্তির দিকে
হেঁটে গ্যালো।

টাউন হল জুড়ে
ছড়িয়ে যাচ্ছে
আশ্চর্য
গা ছমছমে ভাব।
এক খামার থেকে
আর এক খামারে
ছড়িয়ে যাচ্ছে
ভেড়াদের
অজানা অসুখ।
এই দমবন্ধের মধ্যে
আমায় ফেলে
একা একা
কোন সামিটে
তুমি চলে যাচ্ছো
সাইমন!
হঠাৎই
দাউ দাউ
জ্বলে উঠছে
একটা পপলার
আর
তিরিশ বছরের
খিদে চেপে
অঞ্চল প্রধানের স্ত্রী
সবার অলক্ষ্যে
আরো আরো
সুন্দরী হয়ে উঠছেন।
হিয়া মুখার্জী
Hiya Mukherjee