দুটি লেখা এক আমরা সবাই একটা ঠিকঠাক চুমু খুঁজে পাবো একটা
সফল মৃত্যুর সাথে। সমুদ্রের নিচে যৌনতার মত ছড়িয়ে আছে সাড়ে সাতশো চোখ, তারা জড়িয়ে ধরছে
পা, ডাকছে, আমি সেদিকেই যাবো বলে আঙুল থেকে ঝেড়ে ফেললাম অন্য সব প্রলোভন। ক্রমশ ঠান্ডা
বোধ হয় তোমার ভাষার সমীপে, সমস্ত উচ্ছাস মুছে ফেলে আমি তোমার নিকটজন হতে চাইছি শুধু
শেষতক।
দুই জ্যোৎস্নার মত শুভ্র আলো তার কপাল আর চিবুক ঘিরে রেখেছে সে স্থিতধী, গম্ভীর মন্দ্র স্বভাব, গ্রীষ্মের সন্ধ্যায় উড়নি গায়ে চাপিয়ে আর্তজনকে জানাচ্ছে শস্যের পূর্বাভাষ দিগন্তে ঘনিয়েছে মেঘ, চঞ্চল পায়ে বালিকারা একবার মাত্র আকাশের দিকে চেয়ে গোয়ালঘরে ছুটে গেল। গাও তমোঘ্ন মল্লার রাগে এখনই নৃত্য হোক একমাত্র জনশ্রুতি ঈশ্বর আমাদের মধ্যে আরো কিছুক্ষণ বেঁচে থাক। একেবারে চলে যাওয়ার আগে।
জয়রাজ ভট্টাচার্য
Joyraj Bhattacharjee
দুই জ্যোৎস্নার মত শুভ্র আলো তার কপাল আর চিবুক ঘিরে রেখেছে সে স্থিতধী, গম্ভীর মন্দ্র স্বভাব, গ্রীষ্মের সন্ধ্যায় উড়নি গায়ে চাপিয়ে আর্তজনকে জানাচ্ছে শস্যের পূর্বাভাষ দিগন্তে ঘনিয়েছে মেঘ, চঞ্চল পায়ে বালিকারা একবার মাত্র আকাশের দিকে চেয়ে গোয়ালঘরে ছুটে গেল। গাও তমোঘ্ন মল্লার রাগে এখনই নৃত্য হোক একমাত্র জনশ্রুতি ঈশ্বর আমাদের মধ্যে আরো কিছুক্ষণ বেঁচে থাক। একেবারে চলে যাওয়ার আগে।
জয়রাজ ভট্টাচার্য
Joyraj Bhattacharjee