গোপনকুঠিতে, ত্রিপুরাবিমুখ
রোদ ও ষড়যন্ত্রময় ধরণী
অকরুণ সমাধিতত্ত্বে পর্যবসিত
নির্বাচিত শুকতারা
একদিন জল শুকিয়ে যাবে এই বনভূমির
সহমরণে যাবে দুটি পূর্ণতাবাদী চোখ
অভিমানিনী বিবস্ত্রা
রজতজয়ন্তী উপলক্ষ্যে
তোমায় ভুলতে হবে সেদিন
আসবাবপত্রের দীর্ঘশ্বাস!
গণসমীক্ষার ভিতর ছড়িয়ে
উঁকিঝুঁকির দিওনাপন
আলোচনারহিত ও সঙ্গীতমুখর
~ভাটিয়ালি~
ও সমঝদার বলিরেখা
তুমি যে সব সময়ে শ্রমজীবীর কপালে
তৈরি ঘন বহুব্রীহি আনন্দে
আস্তিক টিয়াপাখিতে
কর্ষণরহিত ক্ষেতের ফাটলে
রতিস্নানের পর-পর
বিধ্বস্ত উজালা-তে
আচম্বিতে ফুটে থাকো
মনে হয় দিশিওয়ালি বিটিয়ারা
প্রশান্তির গান গাইছে
খাবার রান্নার মত করে
অন্যমনস্কতায় যেতে চাইছে
জীবনের ভোলবদল
আড়িয়াদহ থেকে প্রকাশ
বাড়িয়ে দিচ্ছে
তার
বন্ধুত্বপূর্ণ হাত
গর্ভলক্ষণের খবর আসছে
প্রায়ান্ধকার ভেদ করে
শ্রেণিহীন হয়ে উঠছে নির্বিকল্প সূর্যাস্ত কেমন
চল বিসমিল্লাহ করি এক নতুন জীবনের
অভিষেক রায়
Abhishek Ray
Comments
Post a Comment