Amit Dey

দোল

সবুজ যখন শরীর হয়
হাঁটার ভেতরও সে
                     অভিমান খোঁজে

পাখির ডাকেও তো
ভোরের বোঝাপড়া আর
পুকুরের একাকীত্ব

কয়েকটা কল্পতরু পেরিয়ে
এবার দখিনের হাওয়া—
বীজ ও পূর্ণিমা জলে ভাসিয়ে
যেকোনো মুহূর্তে স্তব্ধ হতে পারি
ঘূর্ণনের কাছেসাদা সুতোর রিল

আপনি বড় ভালো বললে পকেট সুতো গুটিয়ে নেয়। ভালোবাসার বদলে ভালোবাসা বললে আভিজাত্য ঘুমবেলায় পাঁজরের গিঁট খোলে। কে না চায় একটু উড়তে? কখনো একে একটু কাছে বসাও বলা যেতে পারে। ঐ যে একবার দুলিয়ে দিয়েছিলেন। আমাদের উষ্ণতা আর বোঝাপড়া পাশাপাশি বসেছিল।

হলুদ ঘুড়ি সবুজ ঘুড়ি সবাই মাঝে মাঝে অনুযোগে একাকার— আকাশ আমার হল কবে! এই তো সেদিনও সবুজ ঘুড়ি সুতোতে মাঞ্জা মাখিয়ে নিল সময়ে সময়ে সবাই... । আপনি বলেছিলেন প্রত্যাশায় প্রত্যাশায় গিঁট পড়েছে, এবার গুটিয়ে রাখাই ভালো। কিন্তু আকাশ আমার হল কবে?

আমি তো পিছলে যেতে যেতে পৌঁছে যাই পাশের ঠিকানায়— শব্দ পেয়েও চেয়ে নিই বর্ণের উল্লাস...  অমিত দে

Amit Dey