দুজন
১
শিকারায় শিকারে বেরোয় মেয়ে
প্রিয় তাঁর আঁধারিয়া কায়ূরের বনে
বরফের বাঁশি কাঁধে মিলিয়ে গিয়েছে
ঘোর কোনও এমনই রাতের পথ চেয়ে
২
ঝোরা দিয়ে লাশ
বয়ে যায় না
চেয়ে রয় সারারাত, যেন মহাকাশ
হিমনীর সন্তর্পণে
শোণিত সুরেলা রাখে তাঁর
স্বাধীনতা সিলি সিলি বয়
নিকশ নিমীলিত উপত্যকায়
দিকে দিকে কোজাগর ভাবী শহীদেরা
শততারে কোটি কোটি জোনাই ছড়ায়
ঋপন ফিও একটা গল্প ভেবেছে
তো এক দেশের মানুষ ভাত খেতে ভালবাসত আকাল পড়ার আগে। আকাল পড়ায় অগত্যা বাধ্য হয়ে মকাই। প্রথম প্রথম গলা দিয়ে নামতে না চাইলেও আস্তে আস্তে সয়ে গেল। তারপর এল সেই মোক্ষম দিন। খেতে বসা সন্তানের করুণ মুখের দিকে চেয়ে থাকা এক জর্জরে মা আনমনে বলে উঠল~ বালের ভাত, মকাই ঢের ভাল... আর কি, একজন একজন করে এবার সবাই গুণ গাইতে শুরু করল মকাই এর। ধীরে ধীরে দেশের মানুষ ভুলেই গেল ভাতের স্বাদ। শুধু একজন পারল না কিছুতেই। ডাইনী সন্দেহে তাকে পিটিয়ে মারার আগে অব্দি পাতে মকাই নিয়ে বসে সে শুধু ভাতের কথা ভাবত।
ঋপন ফিও
Reepan Fio
Comments
Post a Comment