Jyotirmoy Shishu

Jyotirmoy Shishu

Subhadeep Saha

এপিটাফ্ 


জাহাজীরা চলে গেছে, মাস্তুল বয়ে চলে নিশানীর ভার।
যে নোঙর ছেড়ে গেছে তীর, জল পড়ে এপিটাফ্ তার॥

রাস্তাতো একটাই। তাও গেছে পাহাড়ের কাছে।
সেই পথ যে নাবিক চেনে, পুড়ে গেছে আঁধারের আঁচে॥

তার সেই নোনাধরা ছাই, ভেসে,যায় জল থেকে জলে।
কম্পাসে স্মৃতি খোঁজে দিক, ভুল পথে মাস্তুল চলে॥

জাহাজীরা চলে গেছে, রেখে গেছে আফগারি গান।
সুর তার বুকে নিয়ে জল, ভিজিয়েছে তাকলামাকান॥

ভেজা সেই জলা-বালি, ঘুম যায় জাহাজের সাথে।
পাহাড়টা একই আছে, পথ শুধু হারিয়েছে পথে॥

নিশানীর নাম নেই, শুধু আছে প্রতীকের ভিড়।
জল পড়ে এপিটাফ্, খুঁজে দেয় নোঙড়ের তীর॥

শুভদীপ সাহা

Subhadeep Saha