Skip to main contentJoyshila Guha Bagchi

স্মাইলি
রবিবারের রঙএ
আমি হতে চাওয়া একনিষ্ঠ ফুলকপিরা
আটখানা
দেওয়ালের পকেট থেকে উঠছে শুভেচ্ছা বার্তা
ঘড়িও আদর পেতে দেয় ঘুমে
পর্দা দুলিয়ে সারাত্সার হতে
ভাপা অবিশ্বাস "আমি" লেখে
এই আমি রবিবার গুছোয়না
সিঁড়িটা উলটে  থাকে
কড়াই এর ভেতর বজবজ করে আকাশ
এলোমেলোরা দঙ্গল বেঁধে
উজানি ভাসায়
ক্ষেত্র খুলে খুলে
পাট শাক
ধনে পাতা
লাউ
অথবা একটা
চাঁদের গেলাসে হামি আঁকে


(২)
সোমবার এই ছবি দেখছি
এইসব ছবিদের
নকল করি
ওরাও ছাপ তুলে নেয় আমার
ওদের শব্দকল্পের স্লাইড
রোজ ভুতগ্রস্ত হাভেলি
পেছনে গুটিয়ে
হ্যাঁচকা টানে
ছুঁড়ে দেয়
বালিহাঁস আর হিন্দিছবির মাঝবরাবর
কোনটাই এক সিপের শপথ হয় না
পা থেকে ছাড়াতে পারি না জড়
নকলে বাঁধা বিছানা
যত দূরে যাব
এককাপ ধোঁয়া ওঠা দারুচিনি
চুমুকে চুমু হবে
হয়তো

জয়শীলা গুহ বাগচী

Joyshila Guha Bagchi

Comments

Like us on Facebook
Follow us on Twitter
Recommend us on Google Plus
Subscribe me on RSS