Susanta Rabha


মোর মিছাং মিছাং সপোন
রাতির সাথত সুতির গেইল।
 
ফম পাশরি পাশরি মনখান
কাউয়ার ঠোঁটত মুছি গেইল।

ভরা ভরা মন মোর স্যালা 
মেঘের সাথত উড়ির চায়।
মাটি মোক এতুলা টানে। এতুলা টানে !
 
ঝড়ির আগত খসি যায় !

মাঝতে চোখুখান গুয়ার আগালত চড়ি বইসে, 
ভ্যাসরে ভ্যাসরে দুনিয়া দ্যাখং।
ঠ্যাং পিছলি কলিজা পরি গেইসে।
 
তোক এতুলা নিন যাবার কায় কইসে ?
    সুশান্ত রাভা
Susanta Rabha