Santanu Bez

মৃত্যু

জলের কাছে একটি পাতা
ভুল বলেছি

জলের সঙ্গে একটি পাতা
ভুল দেখেছি

জলের পিঠে একটি পাতা
ভুল শিখেছি

জলের দোলনায় একটি পাতা
ভুল খেলেছি

চলো  ভুল উত্তর
ছেলেটি জোরসে গাছ নাড়াচ্ছে
মেয়েটি শুকনো পাতা কুড়োচ্ছে

ওদের কে সঠিক প্রশ্নটা করি
চলো, ভুল উত্তর
ঠিক গাছের তলায় ঘুরে আসি
হামসফর

একদিন বৃক্ষ ফুঁড়ে মশা আসে
সেইদিনই তারা ভাই ভাই

পরদিনই পাহাড় ফুঁড়ে মশা আসে
সেইদিনই তারা চাস্তো

পুকুর ফুঁড়ে বেরিয়ে আসে মশা
সেইদিনই তারা গামছাজল

এই সম্পর্কগুলো একদিন বড়ো হয়
আগেভাগে ছুটে যায় সিনেমা হলে
এবং হোস্টেলের স্নানঘরে। ছেড়ে দেয় ট্রেনিং
ধরে নেয় গ্যালোফিন

সারাদিন তারা গাছের শুকনো পাতা টেপে।
নৌকোর দাঁড় শোঁকে।বারুদের ভিতর বিবাহিত খোঁজে

যখন তারা মুখোমুখি হয়। পরস্পর
ডিমের ভিতরে ঢুকে যায়। মোরগ লড়াই দ্যাখেজীবনী

জন্ম নিল হাঁস

ঠোঁটে চেপে রাখার হাসি। ওর সেজে ওঠার চঞ্চু
যেন
বুড়ির কোমর। বুড়োর নজর। পুকুরে পুকুরে এলো

কাদার ভিতরে ঢুকে গেল গেঁড়ী। ওদের শয়তান

বাদ দিতে গিয়ে পাখির শিশুকাল। যতসব মাংস
গেঁড়ী গুলো ঘুমিয়ে ঘুমিয়ে। জল জড়িয়ে আছে
বুঝতে পারছে। এখনকার জলবায়ু পৃথিবীর মতোআহ্নিক গতি

নক্ষত্রের সামনে একজোড়া জুতো
গ্রহের সামনে খালি টুথপেস্ট
খালি আকাশের সামনে বাসি মদ

এভাবে রেখে দিলাম। যতদিন বাতিগুলো প্রার্থনা করে
কিছু পাখি হাওয়া ত্যাগ করে
কিছু গল্পের মতো পাপ
আমাদের পিঠের দিকে তাকায়

সাতদিন পর। সেখানে একটা মৃত মৌমাছি
পাশে একটি পাকা ফুল। ফলের তফাতে বীজ
কাছেপিঠে মৌচাক নেই। মোমবাতি নিভেছে

এখন একজোড়া পৃষ্ঠা রাখলাম। সামনে কবি
লিখছেন। আমার দেশ ঘুড়ি। তোমার কলসী
তফাতে রাখা আছে ভারতবর্ষ ও পৃথিবীবিশ্বাসঘাতক : রাষ্ট্র

গাছটির নিচে আতুঁড়। পিঁপড়ের লাল
লাল লাল পিঠে বৃষ্টি ধরে রাখার ব্যবস্থা নেই
এক্ষুণি বৃষ্টিও হবে না     
মাটি ভিজে আছে প্রসাবে

এই পিঁপড়ে। এই লাল। সেদিন চোখে এসেছিল
খানিকটা পর কামড়ে দিয়েছিল
অ্যাসিড থেকে তখন ঘন ঘন শ্লোগান
রাস্তায় এসে চিৎকার করে বলেছিলাম

"এই সেই পিঁপড়ে, যারা আমার কার্নিশের
চড়ুই বাচ্চাকে বিষ দিয়েছিল। ওরা মরে গিয়েছিল"

সেদিন কথা শোনেনি কোন ফোটোগ্রাফার
লেন্সের উপর থেকে ঘন্টা বাজানো হচ্ছিল
চড়ুই উড়িয়ে দেওয়া চলছিল
তাদের ছবি তোলা হচ্ছিলো "ম্যাড" অ্যাঙ্গেলে    শান্তনু বেজ

Santanu Bez