Piyal Roy

একটি জটিল কবিতা
মাথায় কিছু আসছে না... রাত গভীর ... থমথমে আকাশ তারাদের আলো পরিপাকে ব্যস্ত ... আঙুলগুলো জট পাকিয়ে থেমে ... পার্থিব বোধশূন্য মগজ শীত ঘুমন্ত ... এমনকি তোমাকে আদরের ভাবনাও তেমনভাবে উদ্দীপিত করতে পারছে না ... যা থেকে জন্ম নিতে পারতো অনারকলি দেশ ... মাথার উপর ফ্যান ঘুরছে পূর্ণ গতিতে ... সারা ঘরে কিছু নিষ্প্রাণ ছবি মৃত শব্দ নিয়ে উড়ে বেড়াচ্ছে ... একটা ভুতুড়ে বোধ চেপে ধরছে ঘরটাকে ... পাশের কবরখানা থেকে ভেসে আসছে জংলীফুলের সুবাস ... মাথাটা ঝিমঝিম করছে... পা থেকে উঠে আসছে অবাধ্য অসাড়তা... জটিল অংকের মতো চোখের পাতা ভারী হচ্ছে ক্রমশ ...  ভারী হয়ে আসছে ... ভারী হয়ে ... ভারী ...অনুজ্ঞা
ঝিনচ্যাক গলিগুলোয় দেশলাই বেচতে আসা মেয়েটা
তিনটে লজিক্যাল স্বপ্ন দেখেছিলো
দেশলাইয়ের অখণ্ড পরমায়ু বিষয়ে প্রেসিডেন্টের দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ
ক্রমশ হিমায়মান পৃথিবীর কাছে তার চাহিদা আর...


উষ্কোখুস্কো চুলদাড়ি আর ছেঁড়া পাতলুনের পাগলাটে পুরুষের কাছে
প্রেসিডেন্ট বা দেশলাই ততটা গুরুত্বপূর্ণ নয়
যতটা আরামের পৃথিবীর হিমায়িত লক্ষণগুলো


পিয়াল রায়
Piyal Roy