Ujaan

তুমি বিশ্বাস করো আর নাই করো

মুহূর্তের সাথে মুহূর্তের সঙ্গম দেখে
আমি যার শরীরের কাছে ছুটে যাই -
তার শরীর নেইপ্রেম আছে শুধু;
তুমি বিশ্বাস করো আর নাই করো,
আমার শরীরও তার অশরীর দিয়ে গড়া

যে কোন অন্ধকার সময়ে আমি তাঁর অশরীরে হাত রেখে দেখি -
আমার গহ্বরগুলি চোখে পরে বসে আছে সে,
টান দিলে অন্ধের চোখ থেকে মণি উঠে আসে...
হে আঙুলতুমি বিশ্বাস করো আর নাই করো,
এক অনন্ত যুদ্ধের জন্য আমরা দুজন শিখে নিচ্ছি নাগভাষা

আমার অর্ধেক অঙ্গের পরে যে মাটি শুরু হল
সে কোন মানুষী নয়,
আকাশের মতো শুন্য হতে হতে যে আমাকে দেহদান করে
তাকে আমি মা বলে ডাকতে ডাকতে বিবাহ করি,
সন্তান বলে জড়িয়ে ধরতে গিয়ে জুড়ে যাই সঙ্গমে...
তুমি বিশ্বাস করো আর নাই করো,
একবার মৃত্যুর পর প্রেমিকের পুনর্জন্ম কোন মানুষীর গর্ভে হয় না।    উজান
Ujaan