Manoj Dey

মেঘপারা মেয়ে ১

ঘুঙুর যেভাবে তোমার বন্ধু,

ও মেঘপারা মেয়ে
নেমে এসো দশটা পাঁচের লোকাল

সাইরেনঘুঙুর শব্দে বেজে উঠুক
বন্ধু হোক...মেঘপারা মেয়ে ২

বৃষ্টিতোমার প্রিয় বন্ধু জেনেও
জানালা খুলে রাখলাম।

ও মেঘপারা মেয়ে,
প্রবেশ করো

একটা বর্ষাকাল রেখে যেও
আমার বুকের ভেতর।মেঘপারা মেয়ে ৩

কাপড়পর্দা হয়ে উঠলে
তুমি ক্রমশ
দূরে সরে যাও।

 সেআঁচল বোঝে না।

কেবল ঋতুহীন ঝুলে থাকা
একটা ছিঁড়ে যাওয়ার জন্য।

মেঘপারা মেয়ে,
ত্রিশবছর পর এ কবিতা তুমি পড়ো।

মেঘপারা মেয়ে ৫
...
একটা ওয়েটিংরুম
অথচ, জনৈকা প্রতীক্ষাও নেই

আফিম তোমার চোখ
ডুবে যাচ্ছে সমস্ত

আমি ভাষাহীন বসে

ও মেঘপারা মেয়ে,
ওয়েটিংরুম আগে বন্ধু হয়নি কখনো
মেঘপারা মেয়ে ৬
...
সিঁড়ি কোনদিনই
মাধ্যম হতে পারল না, কাছে যাওয়ার

ওভারব্রিজ সরে সরে যাচ্ছে

ফিরে দ্যাখা, শেষ হাসিটুকুই
নক্ষত্র। জ্বলে থাকবে ছ'দিন

ফের রোববার
ও মেঘপারা মেয়ে


মেঘপারা মেয়ে ৭

...
দু'মাস দেখা হয়নি
একসাথে
ট্রেন। যাতায়াত। ফেরিওয়ালা

কী ভীষণ ব্যস্ত
শহর
ও মেঘপারা মেয়ে
আলো নিভে গেলে
আমাদের কান্না ডিজিটাল হয়ে ওঠেমেঘপারা মেয়ে ৮

ওস্তাদ রশিদখান যেভাবে খুন হয়
তোমাতে ঘুঙুর
গলনাঙ্ক বরাবর
হেঁটে গ্যাছে চোখ
ও মেঘপারা মেয়ে
চলো, চিরহরিৎ হয়ে যাই

  মনোজ কুমার দে
Manoj Kr. Dey