Sudip Gupta

অবগাহন
...
তোর আজ ছুটি  নেই শকুন্তলা
দুধে  জাল দিলি এতোক্ষণ
তবু যে উপচে পড়েনি সর
তুই কি ম্যাজিক জানিসঅন্তরালে 
...
ভাবতে থাকো, তাড়াহুড়ো নেই
দীপাবলী আসতে এখনো ঢের বাকি
পুরী কিংবা দীঘা বেড়াতে যেতেই পারো
আমি অবশ্য এসবের মধ্যে নেই
সারাদিন ব্যস্ত থাকি রং তুলি নিয়ে
অজন্তা ইলোরার গুহাচিত্র বড়ো টানে আমায়
সময় করে এসো একদিন
আমাদের ঘুপচি ঘরটাও ইতিহাসের সাক্ষী হয়ে রইবে
টিউটোরিয়াল
...
ট্যাবলয়েডে রেখেছো চোখ
নায়িকার ওমে দরবারী কানাড়া
শরীর জুড়ে ঘূর্ণি স্রোত
কে হবে বেড়াল
দ্যাখো দ্যাখো নায়িকার শীতল প্রেমিক ছিবড়ে করেছে আম

এসো এসো শিখে ফেলি
সা থেকে নিঅন্দরমহল
...
রোদ এসে হাওয়ার আঁচল ছুঁয়ে যাচ্ছে
ঐ তো সিঁড়ি
বুঁদ হচ্ছে সতীঘাট
রজঃস্বলা নদী
আজ কি হোলি খেলবি কদম
খুলে দিবি বুলন্দ দরজা

আগুনের পাশে বরফের স্তূপ
উদাসী ঠোঁট
বল্গাহীন হরিণ অকল্পনীয়

সুযোগ পেলে সবাই নটরাজ


   সুদীপ গুপ্ত
Sudip Gupta