Deep Roy

পা  বিশ্বাস
শিরদাঁড়া বরাবর বয়ে গেছে 
একমুখী ঠাণ্ডা ঘন স্রোত।
বরফ জমে পাহাড় উঠেছে।
পাহাড়-চূড়ায় লেগেছে কিছু ধুলোমাটি।
নিরন্তর বড় ব্যস্ত তুমি মৌমাছির দঙ্গলে।
চোয়াল দিয়ে খালি চুঁইয়ে পড়ছে সোনা।
হাঁটছো থামছো ছুটছো।
ছুটছো থামছো হাঁটছো।
ঠিকই আছেসবই চলছে নিয়মমাফিক 
খালি একবারটি ঘাড় ঘোরালে দেখতে 
তোমার হৃদয় আলগা হয়ে গেছে।কোল্ড ওয়ার
ব্লক আর আন্ফ্রেন্ড তো খুব সহজ হয়ে যায়
তার চেয়ে তাকে স্থান দাও
চ্যাটে বক্সের সবুজ আলোগুলোর ভিড়ে।
স্থান দাও এক মিনিট।
স্থান দাও এক ঘন্টা।
স্থান দাও এক দিন।
স্থান দাও এক সপ্তাহ।
স্থান দাও এক মাস।
স্থান দাও এক বছর।
তারপর দেখি কি করে বরফ না গলে।


দীপ রায়
Deep Roy