Skip to main contentAshish Saha

কতকিছু মাথায় ঘুরছে
সুপ্রিয় বান্ধবীর সাথে দ্যাখা হলে বলি
আমাদের অলক্ষে কেউ নজর রেখেছে
হাস্যকর দার্শনিক য্যামন
বন্ধুদের সামনেই উদাহরণ স্বরূপ মেয়েটিকে চুমু খায়
তারপর ঘুরে দাঁড়ায় ও বলে
এই যে বিগ্রহ তার প্রকৃতি পাতাল
এবং উপাদানে দুর্গম সুগন্ধ আছে
দৃশ্যত নিরাপদ স্থান থেকে একটা জলপ্রপাত দ্যাখার মতোই সে সুন্দর
একটা মরা সাপ দেখলে পথচারীর যেরকম অনুভূতি হয়
আর মৃত মালভূমি যার ওপর কয়েকটা মুখস্থ গাছ।


একটা সম্পূর্ণ স্নান
সে একটু জিরিয়ে নিয়ে ভাবলো স্নানে যাবে
একটা শব্দের সাথে আরেকটা শব্দ
যতিচিহ্ন ছাড়া পৃথিবীর যেকোন অংশ থেকে
একটা সম্পূর্ণ স্নান
যা প্রমাণ করছে পতঙ্গভীরু মানুষের মস্তিষ্কে
কাজ করে সন্দেহজনক কোমলতাভীতি


আমরা একটি দুঃখের কবিতা
আমি একটি দুঃখের কবিতা পড়ছি
যেখানে একটা মেয়ে জন্মায় ও তার একটি প্রিয় জানালা থাকে
সে বাগানে এসে জানলা দিয়ে শূন্য ঘরটার দিকে তাকায়
ঘরে এসে সে দ্যাখে নির্জন বাগানে কয়েকটা ফুল গাছ ছাড়া কিছু নেই

আমরা একটা দুঃখের কবিতা
আমাদের অনুভুতিগুলো ফড়িং ও প্রজাপতির মতো দেখতে।

আশিষ সাহা
Ashish Saha
Comments

Like us on Facebook
Follow us on Twitter
Recommend us on Google Plus
Subscribe me on RSS