Abhishek Roy

বিশল্যকরণী

         শরীরের বিন্দু নিয়ে ভাবি

         অবশেষে সেই কসরৎ
         উইলিয়ম-এর সিগারেটের প্যাকেট থেকে টেনে তোলা
         আধ-ল্যাঙটো সকালবেলা

         আজ এপ্রিল
         অমৃতবাসনা আজ এইসব নিয়ে ভাববো না

         কপাট খোলা কত নিরন্তর প্রশ্নচিহ্ন তুলে দেয়
         ও প্রশ্নের মুখে নাম্বার ওয়ান

         মর্ত্যধাম, তাই অভিমান এতো বন্দ্যোপাধ্যায়

         তাই তো সূচাগ্র
         মিসিসিপি ধরণের খাতা সৃষ্টি করে   
মধুমাস

ব্যস্তময় শহরের বালুকারাশি ও গ্রামাফোন
        গ্রাম নয়

        অনামিকাটা দেখি
        অনির্বাণ নয় এই সমস্ত গৃহশোভা

        লোলুপতা

        আলোদের প্রস্তুত-পর্বের প্রাসঙ্গিক সময় দাও

        তুমি জান না
        সমস্ত সকল বানান-ভেদ

        জান না
        গিরিডির সুনিশ্চিত বৈশাখী আবহাওয়া

ভূগোল

  কিছু বন্ধু-প্রতিমা নিরুদ্দেশের উদ্দেশ্যে পাঠানো ভালো!

  এতে কম্পন সহযোগী
  বিলেতের আবহাওয়া মৌসুমি
  এমনকি শান্তির খাতিরে বাঙ্ময় হয়ে ওঠে পাকা ধান

  পাকা ধান

যা ছিল উন্মাদ দিদির গায়ের গন্ধে

    অভিষেক রায়

Abhishek Roy