Suprabhat Roy

প্রকাশিত অন্ধকার আর শিকড়

ভুলভ্রান্তি নেমে আসে গায়ে
সহজ রোদের অক্ষরে হাঁটুজলের স্মৃতি

ছায়াদের স্বপ্নে তখন ছুটিছুটির সাদাকালো ভাতঘুম

নেমে আসে, উঠে যায়; সংখ্যাকে কথায় লিখে
বানান করতে করতে...

স্বপ্নের গ্যালারিতে খাতাপেন অথবা
কীপ্যাড নিয়ে বসে থাকতে ইচ্ছে করে।
দৃশ্য জন্মালেই...
তাদের মাতৃভাষা দিয়ে রং করব। আর সেই সুখ
চোখে চেখে দেখতে গিয়ে
শুনি গ্যালারি উল্লাস আঁকছে কালারব্লাইন্ডকালারব্লাইন্ড শব্দে...

একটা সহজসরলতরল কথাকে খুঁড়তে খুঁড়তে
ধাতব শব্দ চিৎকার করে ওঠে আচমকা
প্রস্তুতি না নিয়েই...

গ্রহদের পৃথিবী আর মানুষের ইন্দ্রিয়
জেগে জেগে বসে থাকে
সদর দরজা খুলে দিতে হবে বলে…  সুপ্রভাত রায়

Suprabhat Roy